মেদিনীপুরের মোহনপুরে আবার আলোচনায় এলেন কালীপদ পতি, যিনি এলাকায় পরিচিত ‘চাকরি এজেন্ট’ নামে। অভিযোগ, তিনি বিভিন্ন চাকরির প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন সেই টাকাই ফেরত চাইতে আসছেন অনেকেই। আর কালীপদ পতি আশ্বাস দিচ্ছেন, টাকা ফেরত দেবেন।
সূত্রের খবর, বাম আমল থেকেই কালীপদ পতির কাজের শুরু। তৃণমূলের শাসনকালে তাঁর প্রভাব আরও বেড়ে যায়। শিক্ষকতা, সেনাবাহিনী বা রেলের মতো নানা চাকরির ব্যবস্থা করিয়ে দেওয়ার নাম করে তিনি বহু মানুষের কাছ থেকে টাকা নেন বলে অভিযোগ। শুধু একা নন, তাঁর সঙ্গে আরও ৩৫ জন ‘সহকারী’ কাজ করতেন বলেও জানা গিয়েছে।
২০২২ সালে রাজ্যে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই ও ইডির তল্লাশি চলছিল, তখন বেশ কিছু দিন গা ঢাকা দিয়েছিলেন কালীপদ পতি। কিন্তু এখন আবার এলাকায় ফিরেছেন এবং প্রতিদিনই কেউ না কেউ তাঁর কাছে টাকা ফেরতের দাবি নিয়ে হাজির হচ্ছেন।
স্থানীয়দের কথায়, ‘‘আগে বলত চাকরি পেতে গেলে কালীর শরণাপন্ন হও, আর এখন মানুষ বলছে, কালীর কাছ থেকে টাকা ফেরত চাই।’’
এই মুহূর্তে কালীপদ নিজে যতটা না চর্চায়, তার চেয়েও বেশি আলোচনায় রয়েছেন তাঁকে ঘিরে তৈরি হওয়া প্রতিশ্রুতি ও প্রতারণার অভিযোগ। তবে তিনি সত্যিই টাকা ফেরত দেবেন কিনা, তা সময়ই বলবে।