বাংলো ছাড়ার নোটিস দিলীপ ঘোষকে, চাপে বিজেপি নেতা

খড়গপুর: খড়গপুরের সাউথ সাইডের ৬৭৭ নম্বর রেল কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হল প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে। বৃহস্পতিবার দুপুরে রেলের তরফে ওই বাংলোর দেওয়ালে সাঁটানো হয় নোটিস।

দীর্ঘদিন ধরেই রেলের এই বাংলো ঘিরে বিতর্ক চলছিল। তৃণমূলের অভিযোগ ছিল, দিলীপ ঘোষ বেআইনিভাবে ওই কোয়ার্টার দখল করে রেখেছেন এবং সেখানে বহিরাগতদের যাতায়াত বেড়েছে।

জানা গিয়েছে, ২০১৯ সালে তুষারকান্তি ঘোষ নামে এক রেলকর্মীর নামে বরাদ্দ করা হয়েছিল ওই বাংলোটি। তিনিই নাকি দিলীপ ঘোষকে থাকতে দিয়েছিলেন। তবে ২০২০ সালেই সেই বরাদ্দের সময়সীমা শেষ হয়ে যায়। তারপরও বাংলো খালি না করায়, তুষারকান্তিকেও রেলের তরফে শোকজ নোটিস পাঠানো হয়েছে। তাঁকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

এদিকে বিজেপির দাবি, তৃণমূল নিজেরাই রেলের জমিতে বেআইনিভাবে পার্টি অফিস করেছে। অথচ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিজেপি পাল্টা প্রশ্ন তোলে, আইন কি শুধু বিজেপির জন্যই?

এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য না করলেও, তৃণমূল নেতারা রেলের এই পদক্ষেপকে “বিলম্বে হলেও সঠিক সিদ্ধান্ত” বলে অভিহিত করছেন।