জীবিত মা, তবুও শ্রাদ্ধ! চন্দ্রকোনায় চার বছরের ছেলের হৃদয়বিদারক ঘটনা

চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় এমন এক ঘটনা ঘটল, যা শুনলে যে কেউ থমকে যাবেন। মাত্র চার বছরের এক শিশু মাথা ন্যাড়া করে, ব্রাহ্মণ ডেকে, মায়ের ছবি সামনে রেখে তার ‘শ্রাদ্ধ শান্তি’ করল। প্রশ্ন উঠছে, মা কি সত্যিই মারা গেছেন?

ঘটনার অনুসন্ধানে গ্রামে গিয়ে জানা গেল, শিশুটির মা জীবিত রয়েছেন, তবে তিনি নিজের স্বামী ও সন্তানকে ছেড়ে অন্য একজন পুরুষের সঙ্গে চলে গিয়েছেন। সাত বছরের দাম্পত্য জীবন, ছোট্ট সন্তান—সব কিছু ফেলে দিয়ে এপ্রিল মাসের ৬ তারিখে তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকে ছেলেটি বারবার মায়ের খোঁজ করতে থাকে, মাকে ফিরে পেতে চায়।

শেষমেশ, মায়ের পক্ষ এবং বাবার পরিবারের সম্মতিতে একটি কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়—যেহেতু মা আর ফিরবেন না, তাকে ‘মৃত’ ধরেই শ্রাদ্ধ শান্তি করা হোক। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, মাকে বলা হয়েছে “অ্যাক্সিডেন্টে মারা গেছেন”, সেই কারণেই তার শ্রাদ্ধ করা হয়েছে।

এই ঘটনা জানাজানি হতেই গোটা গ্রামে নেমে আসে চাঞ্চল্য। কেউ কেউ হতবাক, কেউ বা চোখের জল ফেলছেন। অনেকে বলছেন, মেয়েটিকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন, কিন্তু এই কাজের পর তাকে মৃত ভেবে নেওয়াই ন্যায্য মনে করছেন।