দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি)। সূত্রের খবর, জেলায় মোট শূন্যপদের সংখ্যা প্রায় ২৫০০। যেখানে একদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক ও কর্মীরা কর্মহীন হয়ে পড়েছেন, সেখানে অন্যদিকে প্রাথমিক স্তরে নিয়োগের ঘোষণা শিক্ষক মহলে স্বস্তি এনেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা ২০০১ সালের ৩ সেপ্টেম্বর বা তার আগে নিযুক্ত হয়েছেন, তাঁদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং এক বা দুই বছরের শিক্ষক প্রশিক্ষণ থাকতে হবে। ২০০১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিযুক্তদের ক্ষেত্রেও এই একই যোগ্যতা প্রযোজ্য।
২০০৫ সালের ৩১ ডিসেম্বরের পর নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর অথবা স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে দুই বছরের ডিএলএড বা পিটিটিআই বাধ্যতামূলক। যাঁদের স্পেশাল ডি.এড, বি.এড আছে, তাঁদের ৬ মাসের ব্রিজ কোর্স থাকতে হবে।
আবেদনের সময়সীমা ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অবর বিদ্যালয় পরিদর্শকের (SI) অফিসে সংসদের নির্ধারিত ফর্ম্যাটে আবেদন জমা দিতে হবে। অন্য কোথাও আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। সংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নিয়োগে সিনিয়রিটি ও অভিজ্ঞতাকেই প্রধান গুরুত্ব দেওয়া হবে।