সামনেই পয়লা বৈশাখ। একদিকে উইকেন্ড, তার উপর নতুন বছরের ছুটি—ফলে একটানা ছুটির সুবাদে ভিড় উপচে পড়ছে দিঘার সমুদ্র সৈকতে। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও পর্যটকরা এখন ভিড় জমিয়েছেন এই জনপ্রিয় সৈকত শহরে। পর্যটকদের এই ঢলের জেরে ইতিমধ্যেই দিঘার বেশিরভাগ হোটেল হাউসফুল।
গরমের হাত থেকে সাময়িক মুক্তি পেতে অনেকেই ছুটে এসেছেন সমুদ্রের ধারে। তার উপর টানা ছুটি থাকায় পর্যটনের মেজাজে জমজমাট দিঘা। পুরোনো দিঘার সৈকত তুলনামূলক শান্ত হলেও, নতুন দিঘায় এখন পা ফেলার জায়গা নেই বললেই চলে। সমুদ্রস্নান, সার্ফিং, নৌকাভ্রমণ সহ নানা জলক্রীড়া আর হাতের কাছে রেস্তোরাঁ-ক্যাফে—সব মিলিয়ে দিঘা এখন পর্যটকদের কাছে এক আদর্শ গন্তব্য।
শীতকালে এই ভিড় আরও বাড়ে। তবে নববর্ষের আগের এই লম্বা ছুটিতেই যেন এক অন্য রূপে ধরা দিয়েছে দিঘা। সৈকতের ঢেউ, বালির পাড় আর মনোরম আবহাওয়া—সব মিলিয়ে দিঘা এখন উৎসবের মেজাজে।