চন্দ্রকোনায় যুবকের দেহ ঘিরে রহস্য! পরিবার বলছে খুন, পুলিশ কি বলছে? জানুন

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার চালতাবাধি এলাকায় কৃষিজমি থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। মৃত যুবকের নাম ইয়াসিন গায়েন (২২)। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার রাতে জলসা দেখতে বেরিয়েছিলেন ইয়াসিন। রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গলায় ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতের বাবা রফিক আলি গায়েন এবং এলাকার মানুষজন একবাক্যে জানিয়েছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে ইয়াসিনকে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।