মেদিনীপুর মেডিকেল কাণ্ডে মুখ্যসচিবের হঠাৎ পরিদর্শন, ক্ষতিপূরণ হাতে পেল পরিবার

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিতর্কিত স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবার অবশেষে পেল ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নিহত মামনি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাসের হাতে তুলে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার চেক।

সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজে হঠাৎ পরিদর্শনে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার ও মেডিকেল কলেজের কর্তৃপক্ষরা। হাসপাতালের মাতৃমা ভবন, ক্যাথল্যাব ইউনিট ও সিসিটিভি কন্ট্রোল রুম সহ একাধিক ইউনিট ঘুরে দেখেন তিনি।

প্রসঙ্গত, সাড়ে তিন মাস আগে হাসপাতালেই মৃত্যু হয় গড়বেতার সারগা গ্রামের প্রসূতি মামনি রুইদাসের। এরপর থেকেই পরিবার ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবিতে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিল।

দেবাশিস রুইদাস জানান, “রবিবার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো ৫ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমাদের সদ্যোজাত পুত্রসন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এই টাকা দেওয়া হয়েছে বলে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, জেলা ও ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমাকে একটি চাকরির আশ্বাসও দেওয়া হয়েছে। যদি সেটি দ্রুত কার্যকর হয়, তাহলে আমাদের পরিবারের বড় সাপোর্ট হবে।”

এই ঘটনার পর মুখ্যসচিবের পরিদর্শনকে প্রশাসনিক তৎপরতা হিসেবেই দেখছেন অনেকে। মুখ্যসচিব আশ্বস্ত করেছেন, হাসপাতালের পরিষেবার মান উন্নয়নের জন্য সরকার সর্বতোভাবে সক্রিয়।