তীব্র দাবদাহের পর পশ্চিম মেদিনীপুরে বজ্রসহ বৃষ্টির পরশ, মিলল স্বস্তি

কয়েকদিন ধরে চলা তীব্র দাবদাহের পর অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় শুরু হলো স্বস্তির বৃষ্টি। বিশেষ করে ডেবরা, সবং, পিংলা এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় এই বৃষ্টি তীব্র গরমের অবসান ঘটিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই এ অঞ্চলে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। দীর্ঘ সময় ধরে চলা গরমের কারণে এলাকাবাসী অস্বস্তিতে ছিলেন। তীব্র তাপদাহের মধ্যে বসবাসকারী মানুষজন বৃষ্টি উপভোগ করার জন্য প্রাকৃতিকভাবে বাইরে বেরিয়ে আসেন। ঝোড়ো হাওয়া বইতে থাকে এবং মাঝে মাঝে ঘন ঘন বাজ পড়তে থাকে, যা এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। তবে, তীব্র গরমের পর এই বৃষ্টি যেন এলাকাবাসীর জন্য একটি আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার ফলে এলাকার তাপমাত্রা কিছুটা কমেছে, এবং কিছুটা স্বস্তি মিলেছে মানুষদের মাঝে।

বজ্রবিদ্যুতের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটলেও, এ বৃষ্টির ফলে পরিবেশে একধরনের সতেজতা ফিরে এসেছে। এই বৃষ্টির কারণে এলাকার কৃষকরা আশা করছেন যে, তাদের ক্ষেতগুলোর জন্য এটি একটি ভালো সংকেত হতে পারে।