পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে মোরাম খাদানের জলাশয় থেকে উদ্ধার হল দুই ছাত্রের মৃতদেহ। দীর্ঘ প্রায় ৪৫ ঘণ্টা পর শনিবার দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত কেশিয়াশোল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খড়গপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের চার বন্ধু প্রচণ্ড গরমে অবৈধ মোরাম খাদানের জলাশয়ে স্নান করতে নামে। স্নানের সময় আকস্মিকভাবে বিপত্তি ঘটে। আকাশ সিং চৌহান এবং সঞ্জীব রাও নামে দুই ছাত্র জলে তলিয়ে যায়।
ঘটনার পর সঙ্গে থাকা দুই বন্ধু দ্রুত বাড়িতে খবর দেয়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। সিভিল ডিফেন্সের কর্মী ও ডুবুরিরা টানা প্রায় ৪৫ ঘণ্টা চেষ্টার পর আজ দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে খড়গপুর মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা খাদানগুলির অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।