রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা— নিভে গেল মেদিনীপুরের সিভিক ভলান্টিয়ারের প্রাণ

ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মেদিনীপুরের এক সিভিক ভলান্টিয়ার। মৃতের নাম খোকন আহির (২৯), তিনি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, রবিবার খোকন ডিউটি শেষ করে চন্দ্রকোনা রোড এলাকায় গাজন দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় দক্ষিণশোল এলাকার রাজ্য সড়কে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।

পুলিশের প্রাথমিক অনুমান, কোনো গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। খোকনের পরিবারে রয়েছেন তাঁর বাবা, মা, স্ত্রী ও ছোট কন্যা সন্তান। হঠাৎ এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে।

জেলা পুলিশের এক আধিকারিক জানান, “পরিবারের পাশে আমরা আছি। তদন্ত চলছে।” পুলিশ সুপার ধৃতিমান সরকার আশ্বাস দিয়েছেন, আইন অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। খোকনের সহকর্মীরা জানান, তিনি খুবই কর্তব্যপরায়ণ এবং সবার প্রিয় ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গোটা পুলিশ পরিবার শোকাহত।