নদীতে পড়ে নিখোঁজ ৬৫ বছরের বৃদ্ধ, ১৮ ঘণ্টা পরেও খোঁজ নেই

রূপনারায়ণ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার এক বৃদ্ধ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই ব্যক্তির নাম নিতাই মাইতি (৬৫)। তাঁর বাড়ি দাসপুর থানার অন্তর্গত দুধকোমরা গ্রামে।

জানা গিয়েছে, শনিবার দুপুর আড়াইটা নাগাদ চিকিৎসার প্রয়োজনে হাওড়ার বাক্সি এলাকার দিকে যাচ্ছিলেন নিতাইবাবু। দুধকোমরা খেয়াঘাট থেকে রূপনারায়ণ নদী পেরোনোর জন্য একটি নৌকায় ওঠেন তিনি। নৌকাটি মাঝনদীতে পৌঁছতেই ঘটে বিপত্তি। অসাবধানতাবশত হঠাৎই তিনি নদীতে পড়ে যান বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বাগনান থানায়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে রাত পেরিয়ে রবিবার সকাল হয়ে গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের খোঁজ মেলেনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় এক নৌচালক বলেন, “নদীতে জল প্রচণ্ড স্রোতের সঙ্গে বইছে। উনি পড়ে যাওয়ার পর অনেক খোঁজ করেও দেখতে পাইনি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার কাজ এখনও চলছে। নৌকো ও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে পরিবারের সদস্যরা চরম উদ্বেগে রয়েছেন। তাঁদের তরফে দাবি করা হয়েছে, নিতাইবাবু সাঁতার জানতেন না। তাই নদীতে পড়ে গেলে বাঁচার সম্ভাবনা অত্যন্ত কম।

পুলিশের এক আধিকারিক জানান, “ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করেছি। এখনও পর্যন্ত কিছুই খুঁজে পাওয়া যায়নি। নদীর গভীরতা ও স্রোতের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। তবে যতক্ষণ না মেলে, ততক্ষণ তল্লাশি চলবে।”

এই ঘটনায় ফের একবার নদী পারাপারে নিরাপত্তার অভাব ও নৌকায় অতিরিক্ত যাত্রী তুলতে দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, কোনওরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই প্রতিদিন শত শত মানুষ এই খেয়াঘাট ব্যবহার করেন। প্রশাসনের নজরদারির দাবি তুলেছেন এলাকাবাসীরা।