চড়কের দিন মানেই ভক্তিভরে শিবের আরাধনা। সেই ঐতিহ্য মেনেই শনিবার ভোররাত থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সত্যেশ্বর জীউর মন্দিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। ডেবরার ৩ নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাড়তলা বাজার এলাকায় অবস্থিত এই প্রাচীন শিবমন্দিরে ভোর ৪টা থেকে শুরু হয়েছে জল ঢালার প্রথা। “ওম নমঃ শিবায়” ধ্বনিতে মুখরিত হয়েছে মন্দির প্রাঙ্গণ।
ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো। শুধু ডেবরাই নয়, কেশপুর, পিংলা, পাঁশকুড়া সহ আশপাশের এলাকা থেকেও শত শত মানুষ ভোরবেলা থেকেই এসে পৌঁছেছেন মন্দিরে। সকলের একটাই উদ্দেশ্য— শিবের মাথায় গঙ্গাজল ঢেলে আশীর্বাদ প্রাপ্তি। মন্দির কমিটির এক সদস্য জানিয়েছেন, “চড়কের দিনে আমাদের মন্দিরে বছরের সবচেয়ে বেশি ভিড় হয়। অনেকেই মনের ইচ্ছা পূরণের জন্য এই দিন জল ঢালতে আসেন। বহু ভক্ত পায়ে হেঁটেও এসে জল ঢালেন শিবঠাকুরের মাথায়।”
মন্দিরের আশপাশে গ্রামীণ মেলা বসেছে। মাটির পাত্র, খেলা, প্রসাদের দোকান— সব মিলিয়ে একটা সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ডেবরার এই সত্যেশ্বর জীউর মন্দির শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, বরং চড়কের দিনে তা হয়ে ওঠে এক মিলনমেলা, যেখানে ভক্তি, সংস্কৃতি ও লোকাচার মিলেমিশে একাকার হয়ে যায়।