পশ্চিমবঙ্গ সরকার এ বছরও ১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করল। রাজ্য মৎস্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, আগামী ৬১ দিন— অর্থাৎ ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত জারি থাকবে এই ‘ব্যান পিরিয়ড’। এই সময়কালে সমুদ্রে কোনওরকম মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভাঙলে বাতিল হতে পারে মাছ ধরার লাইসেন্সও। মৎস্যজীবীদের সতর্ক করে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে দপ্তর।
কেন এই নিষেধাজ্ঞা?
মৎস্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সামুদ্রিক মাছের প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধির স্বার্থেই এই নিষেধাজ্ঞা। এই সময়কালটিই মাছের ডিম দেওয়া ও বংশবৃদ্ধির উপযুক্ত সময়। তাই সমুদ্রে জাল ফেলা নিষিদ্ধ।
মৎস্যজীবীদের একাংশ অবশ্য ব্যান পিরিয়ড ৬১ দিনের বদলে ৯০ দিন করার দাবি জানিয়েছিলেন। তাঁদের যুক্তি, দীর্ঘ সময় নিষেধাজ্ঞা থাকলে মাছের প্রজনন আরও বেশি হবে, ফলে ভবিষ্যতে মাছের উৎপাদনও বাড়বে। তবে সরকার সেই দাবি না মেনে পুরনো নিয়ম অনুযায়ী ৬১ দিনের সময়সীমাই বজায় রেখেছে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে রাজ্য সরকারের তরফে কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মোতায়েন থাকবে কোস্টাল পুলিশ ও মৎস্য দপ্তরের টিম। নিয়ম না মানলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। সমুদ্র নির্ভর হাজার হাজার মৎস্যজীবীর জীবিকা এই সময় কিছুটা হলেও প্রভাবিত হবে, তবে পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র রক্ষার দিকটি মাথায় রেখেই এই পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।