মোবাইল গেমের নেশা, সঙ্গে বিপুল ঋণের বোঝা। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্র। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একটি কলেজ হস্টেল থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম অভিজিৎ পাত্র (২২)। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকার বাসিন্দা। মহিষাদলের ক্ষুদিরাম বোস কলেজ অফ ফার্মেসির ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সহপাঠীদের দাবি, অভিজিৎ মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল। সেই গেমে টাকা হারিয়ে সে ঋণেও জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সেই ঋণ শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে। তারা মনে করছেন, এই কারণেই সে আত্মঘাতী হয়েছে।
ঘটনার দিন সকালে অভিজিতের ঘর ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না মেলায় কলেজ কর্তৃপক্ষ এসে দরজা ভেঙে দেয়। তখনই দেখা যায়, সিলিং ফ্যান থেকে গলায় কাপড় বেঁধে ঝুলছে অভিজিৎ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়।
কলেজের নিরাপত্তারক্ষী সুমন্ত দে বলেন, “সাড়ে ১১টা বাজলেও অভিজিৎ ঘর থেকে বেরোচ্ছে না দেখে সন্দেহ হয়। শেষে দরজা ভেঙে দেখা যায় ও ঝুলছে।” হস্টেলের এক ছাত্র মৃদুল পাল বলেন, “আমি পাশের ঘরে থাকতাম। সকালে দরকারে ওকে ফোন করেছিলাম, কিন্তু ফোন ধরেনি। তখনই নিরাপত্তারক্ষীকে জানাই।”
মহিষাদল থানার ওসি নারুগোপাল বিশ্বাস জানান, “একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”