দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বাস্তবায়নের পথে ঘাটাল মাস্টার প্ল্যান। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ভূঁইয়াড়া তেঁতুলতলা এলাকায় শুরু হয়েছে সেচ দপ্তরের উদ্যোগে ব্রিজ নির্মাণ ও খাল সংস্কারের কাজ। বহুদিন ধরে চন্দ্রেশ্বর খালের উপরে অবস্থিত তেঁতুলতলার বেহাল কংক্রিট ব্রিজটি নিয়ে ক্ষোভ জমছিল দুই প্রান্তের বাসিন্দাদের মধ্যে। একদিকে বেনাই গ্রাম পঞ্চায়েত, অপরদিকে খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েত—এই দুই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে।
সেচ দপ্তরের জমির উপর গড়ে ওঠা বসতবাড়ি ও দোকান ঘর ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও এই ভাঙা নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মাস্টার প্ল্যানের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, ভাঙা পড়া দোকানঘর ও বাড়ির মালিকদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার হয়েছে।
তবে প্রশাসনের দাবি, বৃহত্তর স্বার্থে এই ভাঙার কাজ জরুরি। সেচ দপ্তরের এক আধিকারিক জানান, যেহেতু সরকারি জমিতে অবৈধভাবে ঘরবাড়ি তৈরি হয়েছিল, তাই উন্নয়নের স্বার্থে তা সরিয়ে দেওয়া হচ্ছে।
এই কাজ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত বলেই জানিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটরিং কমিটির সদস্য আশিষ হুদাইত। তিনি বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়েছে। এলাকাবাসীও খুব খুশি।”
একই সঙ্গে খাল সংস্কার ও সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হলে দুই প্রান্তের মানুষের যাতায়াতের পাশাপাশি কৃষি ও ব্যবসায়িক কার্যকলাপেও গতি আসবে বলে আশা করা হচ্ছে। মাস্টার প্ল্যানের কাজ ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন ভূঁইয়াড়া, বেনাই ও খেপুতের সাধারণ মানুষ।