সোনা চুরি কাণ্ডে নাটকীয় গ্রেপ্তার ডেবরায়, উদ্ধার ৮০০ গ্রাম সোনা

অন্ধ্রপ্রদেশে এক সোনা ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৯০০ গ্রাম সোনা চুরি করে দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার করঞ্জাগেড়া গ্রামের এক যুবক। অবশেষে মাস কয়েক পর সেই চোরকে ধরে ফেলল অন্ধ্র পুলিশ। মঙ্গলবার রাতে ডেবরা থানার মৈনান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, চুরির ঘটনার পর ওই যুবক একাধিক জায়গায় ঘুরে ঘুরে আত্মগোপন করছিল। অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে শুরু থেকেই ওই যুবকের নাম উঠে আসে সন্দেহভাজন হিসেবে। তার মোবাইল লোকেশন ট্র্যাক করে এবং স্থানীয় সূত্রের মাধ্যমে খবর পেয়ে ডেবরায় হানা দেয় অন্ধ্র পুলিশের একটি বিশেষ দল। অভিযানে সাহায্য করে ডেবরা এবং কেশপুর থানার পুলিশও।

অবশেষে ডেবরার মৈনান এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৮০০ গ্রাম সোনা। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৬ লক্ষ টাকা বলে অনুমান। পুলিশের অনুমান, চুরি করা ৯০০ গ্রামের মধ্যে বাকি সোনাটি সে হয়তো আগেই বিক্রি করে দিয়েছে বা লুকিয়ে রেখেছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চোরকে ধরার পরই রাতেই তাকে নিয়ে অন্ধ্রপ্রদেশের উদ্দেশে রওনা দেয় পুলিশ দল। আপাতত তাকে নিয়ে চলছে আরও জিজ্ঞাসাবাদ, খতিয়ে দেখা হচ্ছে সে একাই এই চুরিতে যুক্ত ছিল, না কি এর পেছনে রয়েছে বড় কোনও চক্র।

চুরির ঘটনা এবং তা ঘিরে এতদিন ধরে পুলিশের অভিযান—সব মিলিয়ে ফের আলোচনায় উঠে এল আন্তঃরাজ্য অপরাধ এবং সেই ধরনের অপরাধে পুলিশের সাফল্য।