পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের একাধিক এলাকায় বৃহস্পতিবার রাতে যৌথভাবে অভিযান চালাল আবগারি দপ্তর ও সবং থানার পুলিশ। মূল লক্ষ্য ছিল বেআইনি চোলাই মদের ঠেক। বিশাল পুলিশবাহিনী নিয়ে এই অভিযান চলে দশগ্রাম, দাঁদরা ও সারতা অঞ্চলের নানা এলাকায়।
সূত্রের খবর, দশগ্রামের খাজুরি ও হরেকৃষ্ণ বুথ, দাঁদরার চাঁদকুড়ি, বড়চাহারা ও সানচাহারা, সারতার সরিষা এলাকায় অভিযান চালানো হয়। প্রতিটি জায়গায় ছড়িয়ে থাকা চোলাই তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোলাই মদ ও তার কাঁচামাল।
এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ইপু ভক্তা ওরফে রবি নামে এক ব্যক্তিকে। বয়স ৩১ বছর। তার বাড়ি হরেকৃষ্ণ বুথ এলাকায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে।
আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, চোলাই মদের বিরুদ্ধে এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলবে। স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, এই ধরনের অবৈধ কার্যকলাপের ফলে সমাজে নানা সমস্যা তৈরি হচ্ছে, তা বন্ধ করা জরুরি। এই অভিযানের জেরে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশের তৎপরতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।