শালবনিতে মুখ্যমন্ত্রীর আগমনের আগে বড়সড় বিপত্তি, ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ল প্যান্ডেলের হ্যাঙ্গার

আগামী সোমবার শালবনিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সেখানে ঘটে গেল বড়সড় বিপত্তি। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে তৈরি হচ্ছিল বিশাল প্যান্ডেল। তবে হঠাৎ ঝড়-বৃষ্টির জেরে ভেঙে পড়ে সেই প্যান্ডেলের হ্যাঙ্গার।

ঘটনাটি ঘটেছে শালবনির জিন্দাল গোষ্ঠীর প্রস্তাবিত কারখানা এলাকার ভেতরে। জানা গিয়েছে, জিন্দালদের নতুন প্রকল্পের কাজ ফের শুরু হচ্ছে, আর সেই কাজের সূচনা করতে আসছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই সেই অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি চলছিল জোরকদমে।

বিরাট প্যান্ডেল তৈরি হচ্ছিল অতিথি ও দর্শকদের জন্য। তবে আবহাওয়ার মারে সব পরিকল্পনায় জল পড়ল। স্থানীয় সূত্রে খবর, হঠাৎ করে ঝড় ও প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে হ্যাঙ্গারটি।

এই ঘটনার পরে নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে উঠছে প্রশ্ন। যদিও দ্রুত পরিস্থিতি সামাল দিতে মরিয়া প্রশাসন ও উদ্যোক্তারা। এখন দেখার, সোমবারের অনুষ্ঠানের আগে সবকিছু ঠিকঠাক করে তোলা যায় কিনা।