গরমে ফুটছে মেদিনীপুর! বাতাসে আর্দ্রতা, বৃষ্টি কবে?

মেদিনীপুর: গরমে হাঁসফাঁস করছে গোটা জেলা, তবে আজকের আবহাওয়ায় কিছুটা স্বস্তির ইঙ্গিত। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের ৪১ ডিগ্রির তুলনায় খানিকটা কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

তবে স্বস্তির সঙ্গে রয়েছে অস্বস্তিও—কারণ আজকের বাতাসে আর্দ্রতা প্রায় ৭৫ শতাংশ, যা সকাল থেকেই ঘেমে-নেয়ে একাকার করে তুলছে সাধারণ মানুষকে। দিনের বেলায় আকাশ মূলত পরিস্কার থাকলেও হালকা মেঘ চোখে পড়তে পারে। কিন্তু বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১০ কিমি, ফলে গরমে হাওয়া বয়ে এনে তেমন স্বস্তি মিলছে না। UV সূচক প্রায় শূন্য, তাই রোদের তেজ আজ তুলনামূলকভাবে কম হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি থেকেই যাচ্ছে।

গতকাল দিনের শুরু থেকেই তাপমাত্রা ছিল চরমে। দুপুরের দিকে তাপমাত্রা ছুঁয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে ছিল রুক্ষ বাতাস ও শুকনো গরম। সেই তুলনায় আজকের আবহাওয়ায় একটু আরাম মিললেও আর্দ্রতা নতুন করে সমস্যা তৈরি করেছে।

এই পরিস্থিতিতে কী করবেন মেদিনীপুরবাসীরা?

চাষিদের উদ্দেশ্যে পরামর্শ: এই আবহাওয়ায় ধানের জমিতে জলস্তর নিয়ন্ত্রণে রাখা জরুরি। আর্দ্রতার কারণে ছত্রাক ও অন্যান্য রোগ ছড়াতে পারে, তাই প্রয়োজনমতো ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত।

স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য: যারা সকালে স্কুল বা কলেজে যাচ্ছে, তারা হালকা রঙের ও সুতির জামা পড়ুন। ছাতা, টুপি সঙ্গে রাখা ভালো। জলপান বারবার করুন যাতে ডিহাইড্রেশন না হয়।

নিত্যযাত্রীদের জন্য: অফিস বা বাজারে যাওয়ার সময় সঙ্গে জল রাখুন। যদি বাইকে বা স্কুটারে চলাফেরা করেন, তাহলে সানগ্লাস ও হেলমেট বাধ্যতামূলকভাবে ব্যবহার করুন। দীর্ঘক্ষণ রোদে থাকলে বিশ্রাম নেওয়া জরুরি।

একদিকে তাপমাত্রা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু আর্দ্রতা ও বৃষ্টির অনুপস্থিতি মেদিনীপুরবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় জের টেনে চলেছে। গরমের দাপটে যেন দেহ-মন দুটোই ক্লান্ত। তবে মৌসুমী পরিস্থিতি একটু একটু করে পরিবর্তনের দিকে এগোচ্ছে বলেই অনুমান করা যায়।

তাই আপাতত নিজের যত্ন নিন, ঘন ঘন জল খান, সম্ভব হলে দুপুরে বাড়ির বাইরে না বেরোন। আবহাওয়ার পরিবর্তন হঠাৎ করে হলেও হতে পারে—সাবধান থাকাই এখন বুদ্ধিমানের কাজ।