ধানজমিতে ডোরাকাটা ছানা! মা-হারা বাঘরোলকে বাঁচালেন গ্রামবাসীরা

ধান কাটার সময় আচমকাই চোখে পড়েছিল একটি ছোট ডোরাকাটা ছানা। প্রথমে ভয় পেলেও, শেষমেশ প্রাণ রক্ষা পেল একটি বিরল প্রাণীর। ধানজমি থেকে উদ্ধার হল একটি বাঘরোলের (Fishing Cat) ছানা। মা-বিচ্ছিন্ন ওই শিশুটিকে এখন সযত্নে দুধ খাইয়ে প্রাণে বাঁচিয়ে তুলছেন স্থানীয় পরিবেশকর্মী ও তাঁর পরিবার।

তাপিন্দা মৌজায় বৃহস্পতিবার সকালে সায়ন দাস ও তাঁর বন্ধুরা ধান কাটছিলেন। ঠিক তখনই একটি কোণে দেখতে পান ছানাটি। প্রথমে ভীত হলেও পরে ছবি তুলে পাঠান স্থানীয় পরিবেশকর্মী সোমনাথ দাস অধিকারীর কাছে। তিনি চিহ্নিত করেন এটি একটি বাঘরোলের ছানা।

ছানাটিকে নিয়ে যাওয়া হয় সোমনাথবাবুর অমরপুরের বাড়িতে। তখনও চোখ ফুটেনি তার। পরদিন, শুক্রবার চোখ খুলেছে। এখন সোমনাথবাবুর ছেলে ও বৌমা গরুর দুধ সংগ্রহ করে ড্রপারে করে খাওয়াচ্ছেন ছানাটিকে। ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে ওই প্রাণীটি।

পরিবেশকর্মীদের মতে, মাংসের লোভে এই এলাকায় বাঘরোল শিকারের ঘটনা নতুন নয়। তবে, এইবার ভয় না পেয়ে সচেতন সিদ্ধান্ত নিয়েছেন সায়নেরা। ফলে বাঁচানো গেল রাজ্যের একটি বিপন্ন প্রাণীকে। সোমনাথবাবু জানান, “মায়ের খোঁজ পাওয়া সম্ভব নয় এখন। তাই ছানাটিকে একটু বড় হলে বনাঞ্চলের কাছেই ছেড়ে দেওয়া হবে।”

উল্লেখ্য, বিড়াল পরিবারের অন্তর্গত এই প্রাণীর চোখ সাধারণত জন্মের সপ্তাহখানেক পরে খুলে। সেই হিসেবেই ধরা হচ্ছে, এই ছানাটি মাত্র দুই সপ্তাহ বয়সী।