বাংলা নববর্ষের দিনে পটশিল্পে ফিরে এল চিরাচরিত ছন্দ, তাতে যোগ হল বিদেশি পর্যটকদের উচ্ছ্বাস। পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামে (নয়া) নববর্ষের প্রথম দিন ঘিরে দেখা গেল উৎসবের এক অনন্য ছবি। নববর্ষকে কেন্দ্র করে পটশিল্পীরা এঁকে ফেললেন নতুন পটচিত্র। সেই ছবির সঙ্গে গেঁথে ফেললেন গানও। প্রাচীন এই লোকশিল্পের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন পিংলার শিল্পীরা। ঘটের ছবি, পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তা— সবই ধরা পড়ল পটচিত্রে।
দু’দিন ধরে এই কাজে হাত লাগিয়েছেন পিংলার নয়া গ্রামের বিশিষ্ট পটশিল্পী বাহাদূর চিত্রকর, রূপসনা চিত্রকর সহ আরও অনেকে। বাংলার নতুন বছরকে বরণ জানাতে তারা গান বাঁধলেন, সেই গানেই ফুটে উঠল উৎসবের ছোঁয়া, মিলেমিশে গেল চিত্র ও সুরের মাধুর্য।
নববর্ষের সকালেই এই শিল্পপল্লিতে এসে হাজির চারজন বিদেশি পর্যটক। তাঁরা এসেছেন রোমানিয়া থেকে। সকাল থেকেই ঘুরে দেখেছেন পটশিল্পীদের বাড়ি, পটচিত্র আঁকার পদ্ধতি, এবং তাঁদের গান। শিল্পীরা জানান, “ওঁদের আগমনে খুব ভালো লাগল। আমাদের শিল্পকর্মকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার এটা এক সুযোগ।”
নয়া গ্রামের শিল্পীরা জানাচ্ছেন, নববর্ষের এই শুভ লগ্নে যেভাবে পটচিত্র আর গান মিলিয়ে তাঁরা নিজেদের কাজ পরিবেশন করতে পারছেন এবং বিদেশি পর্যটকদের আগমন ঘটেছে, তাতে তাঁরা খুবই আশাবাদী। স্থানীয় শিল্পীদের আশা, এর ফলে তাঁদের কাজ আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। সব মিলিয়ে বাংলা নববর্ষের শুরুটা পিংলায় হয়ে উঠল শিল্প, সংস্কৃতি আর আন্তর্জাতিক সম্প্রীতির এক চমৎকারমিলনক্ষেত্র।