রবিবার, পূর্ব মেদিনীপুর জেলায় রামনবমী উপলক্ষে বিভিন্ন স্থানে একাধিক শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নেতা-কর্মীরা বিপুল সংখ্যক মোটরবাইক ও গাড়ি নিয়ে উপস্থিত হন, যা জেলার পেট্রোল পাম্পগুলিতে জ্বালানির চাহিদা বাড়িয়ে দেয়।
জেলার বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন যেমন বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও তমলুক, মেচেদা ও রামনগরে শোভাযাত্রার আয়োজন করে। প্রতিটি শোভাযাত্রায় শতাধিক মোটরবাইকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুলিশের একটি সূত্র অনুসারে, সেদিন জেলায় প্রায় ১৫,০০০ মোটরবাইক শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়াও, কিছু শোভাযাত্রায় বুলডোজার ও ট্র্যাক্টরও ব্যবহৃত হয়।
জেলায় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে প্রায় ১২০টি পেট্রোল পাম্প রয়েছে। সাধারণত, প্রতিদিন প্রতিটি পাম্পে গড়ে ১,৫০০ লিটার পেট্রোল বিক্রি হয়, যা জেলার মোট দৈনিক বিক্রি প্রায় ১,৮০,০০০ লিটার। তবে, রামনবমীর দিনে এই বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কিছু পাম্প আগেভাগে অতিরিক্ত জ্বালানি মজুত করে রাখে এবং সেদিন গড়ে ২৫০ থেকে ৩০০ লিটার অতিরিক্ত পেট্রোল বিক্রি হয়। ফলে, জেলার মোট অতিরিক্ত পেট্রোল বিক্রির পরিমাণ প্রায় ৩৬,০০০ লিটার হয়।
এক পেট্রোল পাম্প কর্মী সুমন হাজরা বলেন, “শোভাযাত্রায় আসা বাইকগুলিতে পেট্রল দিতে হিমশিম খেতে হয়েছে। কয়েক মিনিটের মধ্যে বিক্রি অনেকগুণ বেড়ে গিয়েছিল।” হলদিয়া পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুময় ঘোষ জানান, “আগাম সম্ভাবনা থেকে পাম্পগুলিতে পেট্রল মজুত করা হয়েছিল। রামনবমীর শোভাযাত্রার কারণে জেলায় পেট্রল অতিরিক্ত বিক্রি হয়েছে, এতে আমাদের লাভও ভালই হয়েছে।”