পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায় শনিবার দুপুরে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, দুপুর দু’টো নাগাদ দুর্লভগঞ্জের বাদপাড় সংলগ্ন একটি ঠাকুর মন্দিরের পাশে প্রথমে স্থানীয় বাসিন্দারা অগ্নিদগ্ধ দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয় এলাকায় খোঁজখবর চালানো হচ্ছে—কোনও মহিলা নিখোঁজ রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি রহস্যজনক এবং এর পেছনে অপরাধমূলক উদ্দেশ্য থাকতে পারে। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।