শালবনীর নতুন পাওয়ার প্লান্টে হাজারো চাকরি! কিন্তু স্থানীয়দের মনে দুঃশ্চিন্তা, কেনো? জানুন

আবারও নতুন আশার আলো শালবনীতে! এবার জিন্দাল গোষ্ঠী নিয়ে আসছে ১৬০০ মেগাওয়াটের এক জোড়া পাওয়ার প্লান্ট। সোমবার, ২১ এপ্রিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শিলান্যাস করতে যাচ্ছেন জামবেদিয়ায়। এই প্রকল্প ঘিরে হাজার হাজার কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যেই দেখা দিয়েছে কিছু অনিশ্চয়তা আর সন্দেহ।

২০১৬ সালে মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছিলেন শালবনীর জিন্দালদের সিমেন্ট কারখানার। ২০১৮ সালে উৎপাদন শুরু হলেও, স্থানীয়দের অভিযোগ, সঠিক কর্মসংস্থান পাননি তাঁরা। প্রতিশ্রুতি ছিল স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার, কিন্তু বাস্তবে সেটার প্রতিফলন হয়নি।

এবার নতুন পাওয়ার প্লান্ট নিয়ে আশাবাদী সবাই। প্ল্যান্টের এইচআর দিব্যেন্দু মুখোপাধ্যায়ের দাবি, ধাপে ধাপে পাঁচ হাজারের মতো চাকরি তৈরি হবে, যার বেশিরভাগই যাবে স্থানীয়দের হাতে। তিন বছরের মধ্যে একটি ইউনিট চালু হয়ে যাবে বলেও জানান তিনি।

তবে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনেকেই এখনও সন্দিহান। তাঁদের প্রশ্ন, “আবার কি পুরনো প্রতিশ্রুতি ভেসে যাবে?” মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের সরাসরি আবেদন—“আমাদের যেন আবার উপেক্ষা না করা হয়।”