ভক্তির আবহে মেতে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নানা প্রান্ত। কাঁধে শিবের মূর্তি, মাথায় বাঁকে করে রূপনারায়ণের জল—এই ভাবেই কোলাঘাট থেকে শুরু হল এক অনন্য পদযাত্রা। গন্তব্য, ডেবরার ঐতিহ্যবাহী যজ্ঞেশ্বর জীউর মন্দির।
গতকাল রাত থেকেই ডেবরার বাড়াগড়সহ বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত রওনা দেন কোলাঘাটের দিকে। সেখানে গিয়ে রূপনারায়ণ নদীর ঘাট থেকে বাঁকে করে তোলা হয় পবিত্র জল। তারপর শুরু হয় মূল যাত্রা—কাঁধে শিবকে নিয়ে, মুখে ‘বোল বোম’ ধ্বনি তুলে তাঁরা পাড়ি দেন দীর্ঘ পথ। এই যাত্রার মূল আকর্ষণ ছিল ভক্তদের হাতে বা কাঁধে থাকা শিবের প্রতিমা। অনেকেই শিবের রূপকে সাজিয়ে তুলেছিলেন রঙিন ফুল, ধুপধুনো আর আলোকসজ্জায়। পথজুড়ে বাজছিল ঢাক, কাঁসর, শঙ্খ—গোটা পরিবেশ হয়ে উঠেছিল একেবারে উৎসবমুখর।
এই বিশেষ ধর্মীয় যাত্রার মধ্যে দিয়ে ভক্তরা তাঁদের মনোবাঞ্ছা পূরণের আশায় পৌঁছে যান ডেবরার যজ্ঞেশ্বর জীউর মন্দিরে। সেখানে পবিত্র জল ঢেলে তাঁরা প্রার্থনা করেন শান্তি ও সমৃদ্ধির জন্য। ভক্তদের যেন কোনও অসুবিধা না হয়, সেই কারণে পানীয় জল এবং বিশ্রামের বিশেষ ব্যবস্থা করা হয় যাত্রাপথে। কর্মাধ্যক্ষ শান্তি টুডু ও সমাজসেবী সীতেশ ধাড়া ভক্তদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে সাধুবাদ কুড়িয়েছেন। এই ধর্মীয় যাত্রা শুধু একটি আচার নয়, বরং তা মানুষের মধ্যে বিশ্বাস, ভক্তি এবং সাম্প্রদায়িক মিলনের এক অপূর্ব দৃষ্টান্ত।