শিবকে কাঁধে নিয়ে কোলাঘাট থেকে ডেবরা, যজ্ঞেশ্বর মন্দিরে জল ঢালতে ভক্তদের ঢল
ভক্তির আবহে মেতে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নানা প্রান্ত। কাঁধে শিবের মূর্তি, মাথায় বাঁকে করে রূপনারায়ণের জল—এই ভাবেই কোলাঘাট থেকে শুরু হল এক অনন্য পদযাত্রা। গন্তব্য, ডেবরার ঐতিহ্যবাহী যজ্ঞেশ্বর জীউর মন্দির। গতকাল রাত থেকেই ডেবরার বাড়াগড়সহ বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত রওনা দেন কোলাঘাটের দিকে। সেখানে গিয়ে রূপনারায়ণ নদীর ঘাট থেকে বাঁকে … Read more