এক রাতেই শেষ সারা বছরের পরিশ্রম, হাতির হানায় মাঠের ফসল চুরমার
রাতের বেলা হঠাৎ করেই গাঁয়ের ধারে দেখা মিলল এক বিশাল হাতির দলের। ৪০-৫০টা হাতি একসাথে ঢুকে পড়েছে হুড়হুড়িয়া, কামারখালি, গড়গড়ি—এইসব গ্রামের মাঠে। ধান, বাদাম, তিল, সবজি—যা সামনে পেয়েছে তাই খেয়ে ফেলেছে, পায়ে মাড়িয়ে দিয়েছে। ফলে গোটা এলাকা জুড়ে কৃষকদের মধ্যে পড়েছে চরম দুশ্চিন্তা। গ্রামবাসীদের কথায়, বাঁকুড়া দিক থেকে গড়বেতা হয়ে হাতির দল ঢুকেছে চন্দ্রকোনার এই … Read more