উড়ালপুলের কাজের নামে হরিলুট? ‘৭৩০ দিনের কাজ ছয় বছরে অর্ধেক’—উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে পথে বালিচকবাসী

বছরের পর বছর পেরিয়ে গেলেও শেষ হচ্ছে না বালিচক উড়ালপুলের নির্মাণ। দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে বুধবার জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। মেদিনীপুর রেল স্টেশন থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে হাজির হয়ে ডেপুটেশন জমা দেন কমিটির সদস্যরা। অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহার দপ্তরে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। বিক্ষোভে … Read more