উদ্বোধনের আগে ফের বিপত্তি দিঘায়। শনিবার রাতে ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরের লাইটের গেট।
ঘটনাটি ঘটেছে ওল্ড দিঘার নেহরু মার্কেটের সামনে। জানা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ আচমকা প্রবল দমকা হাওয়ায় ভেঙে পড়ে মন্দিরের সাজানো লাইটের গেট। সেই সময় রাস্তার উপর দিয়ে যাচ্ছিল দুটি টোটো। হঠাৎ ভেঙে পড়া গেটের কাঠামোর নিচে চাপা পড়ে যানগুলি। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের সময় নিরাপত্তা ব্যবস্থায় আরও নজর দেওয়া উচিত ছিল। প্রশাসন সূত্রে খবর, ঘটনাস্থলে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন পরেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। তার আগে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।