পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত আরামবাটি এলাকায় সেলফি তুলতে গিয়ে দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃতদের নাম আকাশ সিং চৌহান (১৭) ও সঞ্জীব রাও (১৯)। তারা দুজনেই খড়গপুরের নিমপুরা ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হিতকরণী হাইস্কুলের পড়ুয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে চার বন্ধু মিলে আরামবাটি এলাকার একটি মোরামখাদানে স্নান করতে গিয়েছিল। সেখানেই সেলফি তোলার সময় দুজন পড়ুয়া জলে ডুবে মারা যায়। তাদের বাড়ি না ফেরায় পরিবার সদস্যরা প্রথমে খোঁজ শুরু করেন। পরে বাকি দুই বন্ধুদের কাছ থেকে তথ্য নিয়ে পরিবার পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাতভর তল্লাশি চালায়, তবে তাদের খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, মৃতদের দেহ খুঁজে বের করতে ডুবুরী দল কাজ করছে। যদিও এখনও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি, তবে এই ঘটনায় শুধুমাত্র সেলফি তোলার কারণে মৃত্যু হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। খড়গপুর টাউন থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।