পশ্চিম মেদিনীপুরে গ্রামবাসীদের উদ্যোগে বেহাল কাঠের সেতু মেরামত

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল একটি কাঠের সাঁকো। এই সেতুটি দিয়ে প্রায় ৮ থেকে ১০টি গ্রামের মানুষ বিপজ্জনকভাবে যাতায়াত করতেন। গ্রামবাসীরা জানান, বিভিন্ন দপ্তরে বারবার জানানো সত্ত্বেও সেতুর সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এরপর, নিজেদের খরচে তারা চাঁদা তুলে সেতুটি মেরামতের কাজ শুরু করেন।

শিলাবতী নদীর অপর প্রান্তে হাট-বাজার, স্কুল, কলেজ এবং হাসপাতাল থাকায়, প্রতিদিন সকাল হলেই এলাকার মানুষদের সেখানে যাওয়ার জন্য সেতুর ওপর দিয়ে পারাপার করতে হয়। বিশেষ করে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতে, এই ভাঙা সেতুটি একমাত্র পথ ছিল। গ্রামবাসীদের উদ্যোগে সেতু সংস্কার হওয়ায় আপাতত তাদের যাতায়াতের সমস্যার সমাধান হয়েছে।

গ্রামবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ। তিনি বলেন, “ওই এলাকায় দুটি কাঠের সেতু মেরামতের জন্য জেলায় পাঠানো হয়েছে, টাকাগুলো এলে কাজ শুরু হবে। এর আগে একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে সেতু মেরামত করা হয়েছিল, তবে গ্রামবাসীদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” গ্রামবাসীরা তাদের প্রচেষ্টায় সেতু মেরামত করে এই অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করে দিয়েছেন, যা স্থানীয় সমাজে একটি উদাহরণ হয়ে থাকবে।