খড়গপুর শহরে তীব্র জলসংকট ও একাধিক প্রশাসনিক দুর্নীতির অভিযোগ তুলে পুরসভায় স্মারকলিপি দিল “আমরা বামপন্থী” নামে একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে অনিল দাস জানান, দীর্ঘদিন ধরে শহরের মানুষ জলকষ্টে ভুগছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে অবিলম্বে খড়গপুর শহরের তৃতীয় জলপ্রকল্প চালু করার দাবি জানানো হয়েছে পুরপ্রধানের কাছে।
তিনি আরও অভিযোগ করেন, “দুয়ারে সরকার” কর্মসূচির আওতায় সাধারণ মানুষ আবেদন করলেও, এখনও পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প চালু হয়নি। শুধু জলকষ্টই নয়, খড়গপুর শহরে ক্রমবর্ধমান শিল্প দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনিলবাবু। তাঁর দাবি, বোর্ড মিটিংয়ে এই ইস্যুতে রেজোলিউশন পাশ করে জেলা শাসক ও দূষণ নিয়ন্ত্রণ দপ্তরকে সক্রিয় হওয়ার জন্য চাপ দিক পুরসভা।
এছাড়াও, পৌরসভার নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। অনিলবাবুর দাবি, পুরসভার জলের পাইপ সংক্রান্ত দুর্নীতির একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। স্মারকলিপির মাধ্যমে খড়গপুরের নানা সমস্যার দিক তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে প্রশাসনের কাছে।