বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফের দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার (৯ এপ্রিল) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ফলে স্বস্তি যেমন মিলবে গরমে পুড়া জনজীবনে, তেমনি সতর্কতাও অবলম্বন করতে হবে।
আজ দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের বার্তা অনুযায়ী, এই কয়েকদিন ছাতা সঙ্গে রাখা অত্যন্ত প্রয়োজন। সেইসঙ্গে বাইরে বেরোলে বজ্রপাত ও দমকা হাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে রাজ্যবাসীকে।